পুলিশ জানায়, পটিয়ার মুজাফরাবাদ এলাকার ঘরের জন্য বালু নিয়ে যাচ্ছিলো একটি মিনি পিকআপ। রাত ৯টার দিকে গাড়ির সঙ্গে লেগে বিদ্যুতের তার ছিঁড়ে যায়। এসময় সেখানে থাকা মিনহাজ ও ফাহিমের গায়ে পড়ে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তারা মারা যান।
আরও পড়ুন:
স্থানীয়রা জানান, ঘটনার সময় বিদ্যুৎ লাইন সচল থাকায় উদ্ধারে কেউ সাহস পায়নি। পরে বিদ্যুৎ বন্ধ করে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।
খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ থানায় নিয়ে আসে।





