মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নিহত যুবকের মরদেহ
নিহত যুবকের মরদেহ | ছবি: এখন টিভি
1

মেহেরপুরের গাংনী উপজেলার আড়পাড়া গ্রামে সড়ক দুর্ঘটনায় সুজন আলী (৩০) নামের এক প্রবাসী ফেরত যুবক নিহত হয়েছেন। আজ (বুধবার, ২২ অক্টোবর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুজন আলী গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের খরমপুর গ্রামের ইমাদুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সুজন আলী দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে আড়পাড়া কমিউনিটি ক্লিনিকের দেয়ালে ধাক্কা দেন। এতে তিনি গুরুতর আহত হন।

আরও পড়ুন:

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফারুক হোসেন বলেন, ‘আহত সুজন আলী হাসপাতালে আনার আগেই মারা গেছেন।’

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

এসএস