ঘটনাস্থলে রিলিফ ট্রেন পৌঁছানোর পূর্বে দুটি বগির উদ্ধার কাজ শেষ হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় ঘটা দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রাত ৯টায় রিলিফ ট্রেন দিয়ে চলছে উদ্ধার কাজ। তবে অন্য লাইনে সমস্যা না থাকায় রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
আরও পড়ুন:
ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় অনেক যাত্রী ভোগান্তির শিকার হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে রাজশাহীর সাথে চাঁপাইনবাবগঞ্জের ট্রেন চলাচল স্বাভাবিক হবে আশা করছেন তারা।
এ বিষয়ে বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী রবিউল ইসলাম জানান, উদ্ধার কাজ চলছে। একটি কোচ এরইমধ্যে উঠে গেছে। বাকি কোচ ১ থেকে ২ ঘণ্টার মধ্যে উঠবে। ট্রেন চলাচল স্বাভাবিক আছে। অন্যান্য লাইন অপারেশনে আছে। তার মাধ্যমে যাতায়াত করতে পারবে।





