ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ বাংলাদেশির মরদেহ চট্টগ্রামে পৌঁছেছে

স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হচ্ছে
স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হচ্ছে | ছবি: সংগৃহীত
0

ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ বাংলাদেশির মরদেহ চট্টগ্রামে এসেছে। গতকাল (শনিবার, ১৮ অক্টোবর) রাতে শাহ আমানত বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাদের মরদেহ আনা হয়। চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মো. ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ বুঝে নিতে বিমানবন্দরে ভিড় জমিয়েছিলেন সন্দ্বীপ উপজেলার নিহতদের আত্মীয়-স্বজন, স্থানীয় নেতা-কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

এদের মধ্যে সাতজনের মরদেহ যাবে চট্টগ্রামের সন্দ্বীপে আর একজনের রাউজানে।

আরও পড়ুন:

উল্লেখ্য, গত ৮ অক্টোবর মধ্যপ্রাচ্যের দেশ ওমানে এক সড়ক দুর্ঘটনায় এই আট প্রবাসী বাংলাদেশি নিহত হন। তাদের মধ্যে সাতজন চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার এবং একজন রাউজান উপজেলার বাসিন্দা।

ইএ