দেশে প্রতিদিন দুই তিনটি আন্দোলন থামাতে হচ্ছে: পরিকল্পনা উপদেষ্টা

পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ
পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ | ছবি: সংগৃহীত
0

পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, দেশে প্রতিদিন দুই তিনটি আন্দোলন থামাতে হচ্ছে। এনজিওদের ধন্যবাদ জানাই, আপনাদের এখনও আন্দোলনে দেখা যায়নি। একের পর এক আন্দোলন যারা করছে তাদের আগে থেকেই বুকিং দিয়ে রাখা উচিত।

আজ (শনিবার, ১৮ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন করপোরেশনে ‘বৈশ্বিক অর্থায়ন সংকটে বাংলাদেশের স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর বর্তমান অবস্থা ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় একথা বলেন পরিকল্পনা উপদেষ্টা।

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘অন্তর্বর্তী সরকার কিছু না করার আগেই আমলারা অনেক কিছু বলে ফেলছেন। সরকার চেষ্টা করছে ঘুষ-দুর্নীতি কমাতে। সে প্রচেষ্টায় ব্যাঘাত ঘটাচ্ছে কুমিল্লা ও নোয়াখালী বিভাগের মতো আন্দোলন।’

এ সভায় অংশ নেন সরকারি-বেসরকারি সংস্থা, গবেষক ও উন্নয়ন সহযোগীরা। এসময় বক্তারা জানান, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, কোভিড পরিণতি ও যুদ্ধবিগ্রহের কারণে বিদেশি ফান্ডিং সংকটে পড়েছে এনজিওগুলো। শুধু ইউএসএআইডির একশোটির বেশি প্রকল্প বন্ধ হওয়ায়, ২০ হাজার কর্মী চাকরি হারিয়েছেন।

আরও পড়ুন:

পরিকল্পনা উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশের এনজিও সেক্টর বিশ্বের অন্যতম শক্তিশালী হলেও, স্থানীয় পর্যায়ে দখলদারিত্ব ও প্রশাসনিক জটিলতা বিদেশি দাতাদের নিরুৎসাহিত করছে।’

এছাড়াও, তিনি বিদেশি ফান্ড রেমিট্যান্সের মতো বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সহজে পাঠানোর সুযোগ তৈরির আশ্বাস দেন। সভায় বক্তারা ক্রাউডফান্ডিং, স্বচ্ছতা এবং নতুন নীতিমালা সংস্কারের মাধ্যমে এনজিও খাতকে টিকিয়ে রাখার আহ্বান জানান।

এফএস