শেরপুরে খাদ্য অধিকার বাংলাদেশের জমায়েত ও সভা অনুষ্ঠিত

খাদ্য অধিকার বাংলাদেশের জমায়েত ও আলোচনা সভা
খাদ্য অধিকার বাংলাদেশের জমায়েত ও আলোচনা সভা | ছবি: এখন টিভি
0

‘চলুন আমরা সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ি, যেখানে কেউ না খেয়ে ঘুমাবে না এবং প্রতিটি শিশুর মুখে থাকবে হাসি ও পুষ্টিকর খাবার’— এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে খাদ্য অধিকার বাংলাদেশ কর্তৃক জমায়েত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ব খাদ্য দিবস-২০২৫ প্রচারাভিযান উপলক্ষে আজ (বৃহস্পতিবার, ১৬ অক্টোবর) বিকেল ৪টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা ডায়াবেটিকস সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া।

অনুষ্ঠানে খাদ্য অধিকার বাংলাদেশ শেরপুর জেলা কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. জাহিদুল খান সৌরভের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক বিদ্বান বিশ্বাস, নাগরিক সংগঠন জনউদ্যোগের সদস্য সচিব হাকিম বাবুল, আইইডির ফেলো সুমন্ত বর্মণসহ আরও অনেকে।

আরও পড়ুন:

এসময় বক্তারা বলেন, ‘খাদ্য অধিকার শুধু একটি মানবাধিকার বিষয় নয় বরং এটি একটি সামাজিক দায়িত্ব। রাষ্ট্র, সরকার, এবং সামাজিক প্রতিষ্ঠানগুলোকে একসঙ্গে কাজ করে খাদ্য অধিকার নিশ্চিত করতে হবে। প্রয়োজন রয়েছে সর্বস্তরের মানুষকে সচেতন করার, যাতে আমরা একটি খাদ্য নিরাপদ এবং ন্যায্য সমাজ প্রতিষ্ঠা করতে পারি।’

এ অধিকার শুধু মৌলিক নয়, এটি রাষ্ট্রের মূল দায়িত্ব হিসেবে প্রতিষ্ঠিত হওয়া উচিত বলেও জানান তারা।

এসএস