এডিসের লার্ভা পাওয়ায় ময়মনসিংহে দুই ভবন মালিককে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ডিসের  লার্ভা পাওয়ায়, ভ্রাম্যমাণ আদালতে  জরিমানা
ডিসের লার্ভা পাওয়ায়, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা | ছবি: এখন টিভি
0

এডিস মশার লার্ভা পাওয়ায় ময়মনসিংহের দুই নির্মাণাধীন ভবন মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ময়মনসিংহ সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। আজ (বুধবার, ১৫ অক্টোবর) নগরীর বাউন্ডারি রোডে অভিযান পরিচালনাকালে দুটি নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়া গেলে তাদের জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

ডেঙ্গু বিষয়ক বিশেষ বার্তা সিটি কর্পোরেশনের মানুষের কাছে পৌঁছে দিতে, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার এইচ কে দেবনাথের নেতৃত্বে একটি ভ্রাম্যমান টিম অভিযান পরিচালনা করেন।

আরও পড়ুন:

স্বাস্থ্য কর্মকর্তা জানান, প্রতিদিনই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। বর্তমানে সিটি কর্পোরেশন এলাকায় তিনজনের শরীরে ডেঙ্গু জ্বরের খবর পাওয়া গেছে। এসিড মশার বংশবিস্তার রোধে, প্রতিটা ওয়ার্ডে মশা নিধনে ওষুধ ছিটানোসহ লিফটের বিতরণ করে সচেতনতা বৃদ্ধি করে যাচ্ছে।

এদিকে ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীদের অভিযোগ, নগরীর বাউন্ডারি রোডের মতো বিভিন্ন এলাকায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। দ্রুত সময়ে এডিস মশলা লার্ভা ধ্বংস করতে না পারলে তা আরও বড় আকার ধারণ করতে পারে।

এফএস