অন্যদিকে সোনারগাঁওয়ের মোগড়াপাড়ায় কলাপাতা বার্গার নামের একটি রেস্তোরাঁ কর্মরত কামরুন নাহার ওরফে সায়মা আক্তার (২০) বেশ কয়েকদিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ যুবতীর আত্মীয়রা মরদেহটি সায়মার বলে দাবি করেছে।
তবে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল হাসান খান জানান, মরদেহের পরিচয় শনাক্তে কাজ করছে। নিখোঁজ যুবতীর স্বামীকে খুঁজে পেলে রহস্যের জট খুলবে।
আরও পড়ুন:
ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তরুণীকে হত্যার পর মরদেহ গুম করার উদ্দেশে বস্তায় ভরে এখানে ফেলে যায়। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।
স্থানীয়রা জানায়, বিকেলে রাস্তার পাশে বস্তায় মোড়ানো মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।





