এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাবের সহ-সভাপতি নাছিরুল আলম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন এ জাকির, সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক, সাংবাদিক ইউনিয়নের সভাপতি এইচ এম সম্রাট, সাংগঠনিক সম্পাদক আবুল বশর নয়ন, যুগ্ম সম্পাদক রিজভী রাহাতসহ জেলার কর্মরত সাংবাদিকরা।
আরও পড়ুন:
এসময় মানববন্ধনে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে এখন টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও যমুনা টিভির চট্টগ্রাম ব্যুরো রিপোর্টার জোবাইর শাহাদাৎ এর ওপর হামলার ঘটনায় সারাদেশের সাংবাদিক সমাজ উদ্বিগ্ন।
বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার কথা জানান। না হলে দেশজুড়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন সাংবাদিকরা।





