কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ১৪ কোটি টাকার অবৈধ জাল জব্দ

পুড়িয়ে ফেলা হচ্ছে অবৈধ জাল
পুড়িয়ে ফেলা হচ্ছে অবৈধ জাল | ছবি: এখন টিভি
0

কুষ্টিয়ার দৌলতপুরে যৌথ অভিযানে প্রায় ১৪ কোটি টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। গেল দুদিন আশ্রায়ণ বিওপি এলাকার চল্লিশপাড়া ও মদনের ঘাটে লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমানের নেতৃত্বে, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মৎস্য কর্মকর্তার সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বিজিবি। এ সময় দক্ষিণ-পশ্চিম রিজিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মিজানুর রহমান শিকদার জানান, গত এক বছরে যশোর রিজিয়ন স্বর্ণ, মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এ বছর এখন পর্যন্ত ১০৭ কোটি টাকার মাদক, অস্ত্র ও চোরাচালান দ্রব্য জব্দ করেছে এবং ৪৯ কোটি টাকার অবৈধ জাল ধ্বংস করেছে।

সর্বশেষ এ অভিযান প্রমাণ করে, বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, জাতীয় সম্পদ ও নদীর জীববৈচিত্র্য রক্ষায়ও অগ্রণী ভূমিকা রাখছে। জব্দকৃত জালগুলো উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জনসম্মুখে ধ্বংস করা হবে বলে জানানো হয়। বিজিবি কর্মকর্তারা জানান, সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

এএইচ