কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ১৪ কোটি টাকার অবৈধ জাল জব্দ
কুষ্টিয়ার দৌলতপুরে যৌথ অভিযানে প্রায় ১৪ কোটি টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। গেল দুদিন আশ্রায়ণ বিওপি এলাকার চল্লিশপাড়া ও মদনের ঘাটে লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমানের নেতৃত্বে, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মৎস্য কর্মকর্তার সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।