বাংলাদেশ বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ: ফারুক ই আজম

আলোচনা সভায় বক্তব্য দেন  উপদেষ্টা ফারুক ই আজম
আলোচনা সভায় বক্তব্য দেন উপদেষ্টা ফারুক ই আজম | ছবি: সংগৃহীত
0

বাংলাদেশ বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম। তিনি বলেন, ‘ভৌগোলিক অবস্থান, নদীর সংখ্যাধিক্য, ঘন বসতি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশে প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ঝুঁকি তুলনামূলকভাবে বেশি।’

সোমবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উপলক্ষে বরিশালে জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা ফারুক ই আজম একথা বলেন। ‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ ব্যতিক্রম হিসেবে এ বছর দিবসটি রাজধানীর বাইরে, দুর্যোগপ্রবণ অঞ্চল বরিশালে আয়োজিত হয়।

আলোচনা সভায় উপদেষ্টা বলেন, ‘বাস্তবতা অনুধাবন করে সরকার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা ও জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন করেছে। প্রচলিত জরুরি সাড়াদান, ত্রাণ ও পুনরুদ্ধার নির্ভর পদ্ধতির পরিবর্তে দুর্যোগের পূর্বপ্রস্তুতি, ঝুঁকি হ্রাস, সহনশীলতা বৃদ্ধি এবং টেকসই পুনর্গঠনের ওপর এখন সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে।

‎ফারুক ই আজম আরও বলেন, ‘দুর্যোগ ঝুঁকি হ্রাসই সম্পদের ক্ষয়ক্ষতি কমানোর সবচেয়ে কার্যকর উপায়। বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনাকে একটি ধারাবাহিক, প্রাতিষ্ঠানিক ও বিজ্ঞানভিত্তিক প্রক্রিয়া হিসেবে গড়ে তোলাসহ নানা পরিকল্পনা নেয়া হচ্ছে।’

‎এর আগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে নগরীতে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে দিবসটির তাৎপর্য তুলে ধরে শহরের বেলস্ পার্ক মাঠে মহড়া অনুষ্ঠিত হয়।

এফএস