রংপুর সীমান্তে ৯ মাসে উদ্ধার ৬০ কোটি টাকার চোরাচালানি পণ্য

সংবাদ সম্মেলন
সংবাদ সম্মেলন | ছবি: এখন টিভি
0

গত ৯ মাসে বিজিবির রংপুর রিজিয়নের ১৬০০ কিলোমিটার সীমান্ত এলাকায় ফেনসিডিল, হেরোইন ও অস্ত্রসহ প্রায় ৬০ কোটি টাকার চোরাচালানি পণ্য উদ্ধার করা হয়েছে।

আজ (সোমবার, ১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রংপুর রিজিয়নের পক্ষ থেকে এ তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুস্তাফিজুর রহমান।

সংবাদ সম্মেলনে লে. কর্নেল মুস্তাফিজুর রহমান জানান, রংপুর রিজিয়নের অধীনে ৪টি সেক্টর ও ১৫টি বিজিবি ব্যাটালিয়নের অভিযানে চলতি বছরের ৯ মাসে ৫০১ জন আসামিসহ প্রায় আনুমানিক ৬০ কোটি টাকার বিভিন্ন প্রকার চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।

আটককৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ফেন্সিডিল, হেরোইন, কোকেন, মদ, গাঁজা, ইয়াবা, আগ্নেঅস্ত্র, গুলি, গান পাউডার, ককটেল, পেট্রোল বোমা, গরু-মহিষ, কষ্টি পাথর, স্বর্ণ, রৌপ্য, শাড়ি কাপড়, মোটরসাইকেলসহ বিভিন্ন চোরাচালানি পণ্য। এসময়ে সীমান্ত এলাকায় নতুন ৬টি বিওপিও নির্মাণ করা হয়।

এছাড়াও তিনি জানান, চোরাচালান ও নারী-শিশু পাচার দমনে সীমান্তে কঠোর নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধির পাশাপাশি নিয়োমিতভাবে জনসচেতনতামূলক সভার আয়োজন হচ্ছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে।

সেজু