নারায়ণগঞ্জে এমপিওভুক্ত স্কুল–কলেজে শিক্ষকদের কর্মবিরতি

শিক্ষকদের কর্মবিরতি
শিক্ষকদের কর্মবিরতি | ছবি: এখন টিভি
1

মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে এবং পুলিশের বলপ্রয়োগের প্রতিবাদে সারাদেশের মতো নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এমপিওভুক্ত স্কুল ও কলেজগুলোতে পাঠদান বন্ধ রয়েছে। আজ (সোমবার, ১৩ অক্টোবর) সকাল থেকে শিক্ষকরা ক্লাস বর্জন করে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন।

মিজমিজি পশ্চিমপাড়া স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সাইদুর রহমান বলেন, সারা দেশের শিক্ষকদের ন্যায় আমরাও শিক্ষকদের স্বার্থে এই কর্মবিরতিতে অংশ নিচ্ছি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্লাস বর্জন চলবে।

একইভাবে মিজমিজি পাইনাদের উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল মতিন জানান, জাতীয় কর্মসূচির অংশ হিসেবে আমাদের বিদ্যালয়েও পাঠদান বন্ধ রাখা হয়েছে। সকল শিক্ষক একযোগে এই আন্দোলনে অংশ নিচ্ছেন।

এরআগে রোববার (১২ অক্টোবর) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচি থেকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন।

আরও পড়ুন:

এরআগে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশের সঙ্গে শিক্ষকদের ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে।

এতে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে সংগঠনের নেতারা শিক্ষকসমাজকে শান্ত থাকার আহ্বান জানান এবং শহিদ মিনারে অবস্থান নেওয়ার নির্দেশ দেন। পরে শিক্ষকরা সেখান থেকে লাগাতার আন্দোলনের ঘোষণা দেন।

উল্লেখ্য, গত ১৩ আগস্ট জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত শিক্ষক সমাবেশে শিক্ষা উপদেষ্টা শিক্ষক নেতাদের সঙ্গে আলোচনায় এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীদের বাড়িভাড়া, চিকিৎসাভাতা এবং কর্মচারীদের উৎসবভাতা বৃদ্ধির আশ্বাস দিয়েছিলেন।

তবে গত ৫ অক্টোবর শিক্ষক দিবসে অর্থ মন্ত্রণালয় মাত্র ৫০০ টাকা বাড়িভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করলে তা শিক্ষক সমাজের ক্ষোভ আরও বাড়িয়ে দেয়।

সেজু