আজ (রোববার, ১২ অক্টোবর) বিকেলে স্থানীয় লোকজন নদীতে মরদেহ দেখতে পায়। পরে পুলিশ সদস্যরা গিয়ে মরদেহ উদ্ধার করে। ওই কিশোরী সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের সোনা মাইজাল গ্রামের প্রবাসী বোরহান উদ্দীনের মেয়ে আছিয়া।
স্থানীয়রা জানান, এর আগে ৪ অক্টোবর শনিবার দুপুরে তিন কিশোরী আছিয়া আক্তার (১২) ছোট বোন মাফিয়া আক্তার (১০) এবং ওদের খালাতো বোন মনিরা আক্তার (১১) নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। পরে ওই রাতেই কেশন মাইজাল গ্রামের মনিরুজ্জামানের কন্যা পঞ্চম শ্রেণীর ছাত্রী মনিরা আক্তারের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এরপর অনেক খুঁজেও বাকি দুই বোনের মরদেহ পাওয়া যায়নি।
তিন কিশোরী খালাতো বোনের বিয়ের দাওয়াত খেতে শহরের ঘোষ পাড়া এলাকায় বেড়াতে আসে । পরে শনিবার দুপুরে তারা পরিবারকে দোকানে যাওয়ার কথা বলে ধলেশ্বরী নদীতে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে তারা নদীর স্রোতে ডুবে যায়।
বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইল সদর থানার এসআই আনোয়ার হোসেন জানান, ঘটনাস্থল থেকে দুই কিলোমিটার দূরে মরদেহটি পাওয়া গেছে। কোন অভিযোগ না থানায় ময়না তদন্ত ছাড়াই মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।





