সিলেট সীমান্তে ৩ কোটি টাকার ভারতীয় গরু-মহিষের চালান আটক করেছে বিজিবি

আটক করা গরু ও মহিষের চালান
আটক করা গরু ও মহিষের চালান | ছবি: এখন টিভি
1

সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে আমদানি করা ভারতীয় গরু ও মহিষের সর্ববৃহৎ চালান আটক করেছে ৪৮ বিজিবি। গতকাল (মঙ্গলবার, ৭ অক্টোবর) দিবাগত রাতে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃত অবৈধ গরু এবং মহিষের আনুমানিক মূল্য ৩ কোটি টাকা বলে জানিয়েছেন ৪৮ বিজিবি সহকারী পরিচালক।

আজ (বুধবার, ৮ অক্টোবর) সকালে বিজিবি সিলেট ব্যাটেলিয়নের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মুয়ীদ বলেন, ৭ অক্টোবর দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের বিজিবির বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে ২৩৭টি ভারতীয় অবৈধ গরুর চালান জব্দ করে।

আরও পড়ুন:

এছাড়াও সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার লাফার্জ বিওপির টহলদল সীমান্তবর্তী দিনেরটুক এলাকায় ৩২টি মহিষ এবং অপর একটি এলাকায় অভিযান পরিচালনা করে ১০টি মহিষসহ মোট ৪২টি ভারতীয় মহিষ আটক করে।

এ চালানকে এখন পর্যন্ত সবচেয়ে বড় গবাদি পশুর চালান উল্লেখ করে বিজিবি ৪৮ এর সহকারী পরিচালক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে এই বিপুল পরিমাণ অবৈধ গবাদি পশু জব্দ করা হয়

ইএ