মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, পাবনায় ‘ইছামতী নদী পুনরুজ্জীবিতকরণ প্রকল্প’ বাস্তবায়নের নামে ঠিকাদারি প্রতিষ্ঠান, নদী থেকে উত্তোলিত মাটি নদীর তীরে ব্যক্তি মালিকানাধীন ফসলী জমি, ফলের বাগান ও বসতবাড়ির পাশে জোরপূর্বক রেখেছেন। দীর্ঘ সময় এ মাটি রাখায়, একদিকে তিন ফসলের জমি নষ্ট হয়েছে অন্যদিকে কয়েক হাজার মানুষের বসতবাড়িও নষ্ট হয়েছে।
আরও পড়ুন:
এসময় ভুক্তভোগীরা জেলা প্রশাসনসহ পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ ও সরকার প্রধানের কাছে ক্ষতিপূরণের দাবি করেন। সেইসঙ্গে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।
এসময় মানববন্ধনে বক্তব্য দেন, জেলার কৃষক দলের সভাপতি আবুল হাসেম, ভুক্তভোগী আশরাফুল ইসলাম, মাহাবুবুর রহমান, মো. আব্দুল মজিদ, মো. আজহার, আব্দুল রশিদ, আলহাজ্ব শামসুল ইসলাম, সলিম উদ্দিন প্রমুখ।





