কক্সবাজার ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে অবৈধভাবে মানুষ পাচারে জড়িত ছিল।
পাচারকারীরা বিদেশি নাগরিকদের স্থানীয় শামসুন্নাহারের বাড়িতে লুকিয়ে রেখে পরবর্তীতে বিভিন্ন ক্যাম্পে সরিয়ে নেয়ার প্রস্তুতি নিচ্ছিল।
আরও পড়ুন:
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শামসুন্নাহারসহ ছয়জনকে আটক করা হয়।
অভিযানের সময় দুই পাচারকারী পালিয়ে যায়। আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাচারের সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে বিজিবি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।





