পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত অনুমানিক ১০টার দিকে সদর মেট্রো থানাধীন ভাওয়াল জাতীয় উদ্যানের সামনে ঢাকাগামী একটি মোটরসাইকেলকে অজ্ঞাত গাড়ি পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে মহাসড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী দুই যুবক।
আরও পড়ুন:
খবর পেয়ে সদর থানার এস আই রাশেদ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন।
এদিকে, একই রাত সোয়া ১১টার দিকে লক্ষীপুরা তিন সড়ক এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় অপর এক আরোহী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে সদর থানার সহকারী উপ-সহকারী পরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন।
সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।





