তিনি বলেন, ‘পূজামণ্ডপে নিয়মিত টহল, গোয়েন্দা কার্যক্রমে এফএস নিয়োগ, জরুরি পরিস্থিতিতে রেসপন্স টিম এবং সদর দপ্তরে কন্ট্রোল রুম চালু রাখা হয়েছে। এছাড়াও আয়োজকদের সঙ্গে মতবিনিময় করে সার্বিক খোঁজখবর নেয়া হয়েছে।’
আরও পড়ুন:
র্যাব কর্মকর্তা জানান, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব। নিরাপত্তায় র্যাব সবসময় প্রস্তুত থাকবে, যাতে সবাই আনন্দমুখর পরিবেশে উৎসব পালন করতে পারে।
পরিদর্শনকালে র্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার পুলিশ সুপার কেএম এ মামুন খান চিশতী, এএসপি মো. ওসমান গনি, গোয়েন্দা শাখার সদস্যসহ র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।





