যুক্তরাজ্যে অভিবাসনবিরোধী নানা কঠোরতার মাঝে স্থায়ী হওয়ার স্বপ্নে স্বস্তির খবর মিলেছে। ওয়ার্ক পারমিট অথবা ফ্যামিলি রুটে স্থায়ী হওয়ার ক্ষেত্রে আইএলআর অর্থাৎ ইন্ডিফিনিট লিভ টু রিমেইন ৫ বছর পরই আবেদন করতে পারবেন প্রার্থীরা। প্রভাবশালী ব্রিটিশ গণমাধ্যম টাইমস দেশটির সরকারের বরাত দিয়ে এ খবর প্রকাশ করে।
মধ্যপ্রাচ্যের আদলে যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের অনুমতির ব্যবস্থা বন্ধ করে দেয়া, প্রতি পাঁচ বছর পরপর ভিসার জন্য আবেদন করাসহ সম্প্রতি অভিবাসীদের জন্য কঠোর হওয়ার ঘোষণা দেয় রাজনৈতিক দল রিফর্ম ইউকে। বিভিন্ন সময়ে অভিবাসনবিরোধী মনোভাবে রাতারাতি জনপ্রিয়তা বাড়ে দলটির। এমনকি যুক্তরাজ্যের জাতীয় জরিপে দেখা যায় সরকার গঠনে বর্তমানে এগিয়ে রয়েছে রিফর্ম ইউকে পার্টি। ফলে কট্টর ডানপন্থি রিফর্ম ইউকের উত্থান ঠেকাতে ক্ষমতাসীন লেবার পার্টি আনতে যাচ্ছে নতুন প্রস্তাব।
নতুন নিয়মের কড়াকড়ি আর স্থায়ী হওয়া নিয়ে দীর্ঘদিন থেকে দুশ্চিন্তায় থাকা প্রবাসীরা স্বস্তির নিশ্বাস ফেলছেন। দ্রুত কার্যকরের দাবি তাদের।
আরও পড়ুন:
অভিবাসন আইনজীবী নাজির আহমেদ এফআরএসএ বলেন, ‘এখন যারা ইউকেতে ওয়ার্ক পারমিট বা সেটেলমেন্ট ভিসাতে আছেন তারা সাধারণত ৫ বছর পরই ইনডিফিনিট লিভ পাবেন। কিন্তু হোম সেনেটারি ঘোষণা দিয়েছে, তারা এটিকে ১০ বছর করতে চাচ্ছেন। তবে এখন পর্যন্ত আইন হয়নি। উনি কনফারেন্সে ঘোষণা দিয়েছেন। তবে তার পার্টি পাওয়ারে এবং তিনি ঘোষণা দিয়েছেন, সম্ভবত এটি আইন হবে। তবে আইন হলে যারা এরইমধ্যে ইউকেতে ঢুকেছেন, তাদের জন্য প্রযোজ্য হবে না। যারা পরবর্তীতে আসবেন, আইন হওয়ার পর তাদের জন্য প্রযোজ্য হবে।’
চরম বৈষম্য, ভঙ্গুর স্বাস্থ্য সেবা, আবাসন খাতে বিনিয়োগের অভাব আর জলবায়ু জরুরি অবস্থা মোকাবিলা না করে অভিবাসীদের বলির পাঁঠা বানানো হচ্ছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদের উদ্দেশ্যে যৌথভাবে একটি খোলা চিঠি পাঠিয়েছে ১০৫টি সংস্থা। যেখানে সেভ দ্য চিলড্রেন, অক্সফাম, শেল্টার, মাইন্ড, গ্রিনপিস, ফ্রেন্ডস অব দ্য আর্থসহ অনেকে স্বাক্ষর করেছে। টাইমসের খবর অনুযায়ী, আইএলআর আবেদন কারীর সংখ্যা প্রায় ৮ লাখের ওপরে।





