ঈশ্বরদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স | ছবি: এখন টিভি
0

পাবনার ঈশ্বরদীতে তিন ঘণ্টার ব্যবধানে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ (মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে পাবনা-পাকশী সড়কের সাহাপুর এলাকায় এবং দুপুরের দিকে ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল পাকশী আবাসিক এলাকায় মুচিপাড়া মন্দিরের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আওতাপাড়া থেকে রূপপুর অভিমুখে সিএনজি অটোরিকশা যোগে ওই কিশোরী রুপপুর যাচ্ছিলো। সিএনজি অটোরিকশাটি সাহাপুর মন্ত্রী মোড় এলাকায় পৌঁছালে অটোরিকশাটি সজোড়ে ব্রেক করলে কিশোরী সিটকে পড়ে যায় পরে শ্যালো ইঞ্জিন চালিত স্টিয়ারিং গাড়ির চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়।

গুরুতর আহত কিশোরীকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অপরদিকে ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের আবাসিক এলাকায় মুচিপাড়া মন্দিরের সামনের সড়কে ড্রাম ট্রাকে পিষ্ট হয়ে ১০ বছরের শিশু শিক্ষার্থী নিহত হয়।

আরও পড়ুন:

নিহত শিক্ষার্থীর আলিম পিয়ারুল লাল (১০) সাঁড়া ঝাউদিয়া এলাকার কোরবান আলীর নাতী ছেলে। অপরজন মনিরা খাতুন ( ১৫) চর কুরুলিয়া মনিরুল ইসলামের মেয়ে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. স. ম আব্দুন নূর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

এসএস