নিহতরা হলেন- পুবাইলের তালটিয়া পূর্বপাড়া এলাকার মানিক মিয়ার ছেলে শান্ত (১৫) এবং একই এলাকার জামান মিয়ার ছেলে লিখন (২১)।
পুলিশ জানায়, বেপরোয়া ও দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর সময় তাদের বহনকারী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের ডিভাইডারে ধাক্কা লাগে। এতে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান দুই আরোহী। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। সংবাদ পেয়ে পুবাইল থানা পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে।
পুবাইল থানার উপ-পরিদর্শক (এসআই) নাসির উদ্দিন জানায়, নিহতদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে।





