ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ওভারপাস থেকে নিচে পড়লো ট্রাক, নিহত ১

নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে গেছে ট্রাক
নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে গেছে ট্রাক | ছবি: এখন টিভি
4

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ওভার পাস থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে গেলো ট্রাক। এ ঘটনায় এক ইজিবাইক চালক গুরুতর আহত হয়। আজ (সোমবার, ২৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভুইঘর বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোহর উদ্দিন মিয়া নামের এক ইজিবাইকচালক নিহত হয়েছে বলে জানায় পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, চাষাড়া থেকে সাইনবোর্ডের দিকে যাওয়া এক ট্রাক ভুইঘর ওভারপাসে ওঠার পর নিয়ন্ত্রণ হারিয়ে মুহূর্তেই ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়। এতে এক ইজিবাইক চালক গুরুতর আহত হন। এসময়  স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

আরও পড়ুন:

এরপর বিকেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোহর উদ্দিন মারা যান বলে নিশ্চিত করেন ফতুল্লা থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম।

তিনি জানান, দুপুরে সাইনবোর্ডগামী একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভুইঘর ওভারপাস থেকে নিচে পড়ে যায়। এসময় মোহর উদ্দিন মিয়া নামে এক ইজিবাইক চালক আহত হয়।  স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠায়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যায় সে। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে জব্দ করা হলেও পালিয়ে গেছে চালক ও তার সহযোগী।

ইএ