কুষ্টিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিচ্ছেন এক বৃদ্ধা
ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিচ্ছেন এক বৃদ্ধা | ছবি: এখন টিভি
0

কুষ্টিয়ার মিরপুরে ‘চলো বদলাই’ নামের একটি সামাজিক সংগঠনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ (রোববার, ২৮ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার হরিতলা সার্বজনীন শিব মন্দিরে এ ক্যাম্পের আয়োজন করা হয়। এতে সংগঠনটির সভাপতি শেখ সোহেল আহমেদ শিমুল, সাধারণ সম্পাদক আর জে ইমন, প্রচার সম্পাদক মো, রিপন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এসময় আয়োজকরা জানান, অভিজ্ঞ চিকিৎসকদের দিয়ে মহৎ একটি কাজ করছি। এ রকম আয়োজন প্রত্যেকটি সমাজে করলে প্রান্তিক পর্যায়ের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত হবে। তাই যার যার অবস্থান থেকে সমাজের অবহেলিত মানুষের পাশে থাকার আহ্বান জানান তিনি।

ফ্রি মেডিকেল ক্যাম্পে এসময় কয়েক শতাধিক রোগীর ব্লাড গ্রুপিং, ওজন, উচ্চতা, প্রেশার ও ডায়াবেটিক টেস্টসহ বিভিন্ন রোগের প্রাথমিক চিকিৎসা এবং পুষ্টি বিষয়ে সেবা প্রদান করা হয়।

এএইচ