মানিকগঞ্জে বাস চাপায় ভ্যানচালক নিহত

সড়ক দুর্ঘটনার পর রাস্তার পাশে থাকা বাস
সড়ক দুর্ঘটনার পর রাস্তার পাশে থাকা বাস | ছবি: এখন টিভি
0

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের পুখুরিয়া এলাকায় বেপরোয়া গতির একটি বাসের ধাক্কায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। ঘটনার পর থেকেই বাস চালক ও তার সহযোগী পলাতক রয়েছেন। আজ (রোববার, ২৮ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৯টা ৪৫ মিনিটের দিকে জেলার শিবালয় উপজেলার পাটুরিয়াগামী পুখুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, একটি নীলাচল পরিবহনের বাস (ঢাকা মেট্রো ব-১৪-৮২৬৬) দ্রুতগতিতে চলার সময় মহাসড়কের ওপর থাকা একটি ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। ভ্যানচালক গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভ্যানচালক (৫৫) এর নাম-পরিচয় এখনো জানা যায়নি। বাসটিকে জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

এএইচ