সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। এসময় সভায় আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও সুশীল সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় প্রতিনিধিরা নারী নিপীড়ন, সাম্প্রদায়িক দাঙ্গা ও সহিংস ঘটনায় উদ্বেগ জানান। সেই সঙ্গে আলোচনায় গুরুত্ব পায়, যে কোনো ঘটনা নিয়ে সহিংসতা ও উভয় পক্ষের সংঘর্ষে জড়িয়ে পড়ার ঘটনার নেপথ্যে কারা রয়েছে, তাদের খুঁজে বের করার পাশাপাশি আইনের আওতায় আনার বিষয়টি।
আরও পড়ুন:
সেই সঙ্গে গতকালের সংঘর্ষের ঘটনা যাতে অনাকাঙ্ক্ষিত হয়ে আর না ঘটে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তারা।
এছাড়াও পাহাড়ের আন্দোলনের ইস্যু পরিবর্তন না করার আহ্বান জানিয়েছেন সভায় উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও সুশীল সংগঠনের প্রতিনিধিরা।





