আজ (রোববার, ২৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার জামিরদিয়া গ্রামের কলাবাগান এলাকার তোফাজ্জলের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রফিকউল্লাহ হালুয়াঘাট উপজেলার বুটিয়াপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই কলোনিতে ভাড়া থেকে স্থানীয় একটি কারখানায় চাকরি করতেন।
আরও পড়ুন:
ভালুকা ফায়ার সার্ভিস সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান বলেন, ‘সকাল ৯টার দিকে হঠাৎ একটি গ্যাসের রাইজার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই চারদিকে আগুন ছড়িয়ে পড়লে ক্ষতিগ্রস্ত হয় ১৪টি ঘর। এসময় ঘর থেকে মালামাল বের করতে গিয়ে আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন রফিকউল্লাহ।’
ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।





