হিলি সীমান্তের পূজা মণ্ডপের নিরাপত্তায় বিজিবি মোতায়েন

পূজা মণ্ডপগুলোর নিরাপত্তায় বিজিবি
পূজা মণ্ডপগুলোর নিরাপত্তায় বিজিবি | ছবি: এখন টিভি
1

দিনাজপুরের হিলিসহ আশপাশের সীমান্তবর্তী উপজেলার পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে টহল শুরু করেছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) সদস্যরা। আজ (শনিবার, ২৭ সেপ্টেম্বর) সকালে হিলি চন্ডিপুর সার্বজনীন মন্দির থেকে টহল কার্যক্রম শুরু করে জয়পুরহাট ২০-বিজিবির সদস্যরা।

দুপুরে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর কাজী আসিফ আহমদ।

তিনি বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সীমান্তবর্তী এলাকার পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে বিজিবি সদস্যরা। আমাদের ব্যাটালিয়নের সদস্যরা ২৪ ঘণ্টা মণ্ডপগুলোতে টহল দিবে। এছাড়াও গোয়েন্দা নজরদারি রাখা হয়েছে পূজা মণ্ডপগুলো। অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আমরা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি।

আরও পড়ুন:

পূজা উদযাপন কমিটির নেতা রিপন শাহ বলেন, ‘এবার সীমান্তবর্তী উপজেলা হাকিমপুরে ১৯টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, যা আগামীকাল ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে। পূজা শুরুর ৪দিন আগে থেকে নিরাপত্তার জন্য আনসার সদস্য দিয়েছে সরকার।’ 

তিনি বলেন, ‘আজ থেকে মণ্ডপগুলোতে বিজিবি টহল দিচ্ছে, মণ্ডপে এসে তারা খোঁজ খবর নিচ্ছে, কোনো সমস্যা হচ্ছে কি না। সব মিলিয়ে এখন পর্যন্ত আমাদের এলাকার পরিস্থিতি ভালো রয়েছে।  প্রশাসন আমাদের সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে।’

এসএইচ