ময়মনসিংহের গৌরীপুরে নদীভাঙন রোধে মানববন্ধন

ময়মনসিংহের নদী ভাঙন রোধে মানববন্ধন | ছবি: এখন টিভি
0

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার খোদাবক্সপুর ভাটিপাড়া এলাকায় ব্রহ্মপুত্র নদের ভাঙন থেকে রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। আজ (শুক্রবার, ২৬ সেপ্টেম্বর) সকালে ঘণ্টা ব্যাপী এ মানববন্ধনে অংশ নেন শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবার।

মানববন্ধনে বক্তারা জানান, প্রায় দুই যুগ ধরে এ অঞ্চলের তিন কিলোমিটার এলাকা ব্রহ্মপুত্র নদের ভাঙনে বিলীন হয়ে গেছে। এর আগে পশ্চিমপাড়া পর্যন্ত বালু ভরাট করে সাময়িকভাবে ভাঙন রোধ করা হলেও পার্শ্ববর্তী কয়েক কিলোমিটার এলাকা এখনও ঝুঁকির মুখে রয়েছে। এতে আতঙ্কে রয়েছেন অন্তত পাঁচ হাজার মানুষ।

মানববন্ধনে নির্ভরতা ফাউন্ডেশনের প্রধান স্বেচ্ছাসেবক শাহীদুর রহমান বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা এ বিষয়ে ভুক্তভোগী। প্রতিনিয়ত আমাদের এখানে নদ ভাঙছে। এখানে এমনও পরিবার আছে যাদের বাড়ি ছয় থেকে সাতবার ভেঙ্গেছে। আমরা এখন এর স্থায়ী সমাধান চাই।’

আরও পড়ুন:

স্থানীয়রা জানান, গত এক সপ্তাহেই প্রায় ৩০০ ফুট এলাকা নদীগর্ভে বিলীন হয়েছে। এর মধ্যে বহু পরিবার বাড়িঘর ও ফসলি জমি হারিয়ে এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছেন। নদীর কোলঘেঁষা এলাকার একমাত্র শিক্ষা প্রতিষ্ঠানটিও এখন নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায়।

এলাকাবাসীর অভিযোগ, অবৈধ ও অপরিকল্পিত বালু উত্তোলনের কারণে ভাঙন আরও ভয়াবহ আকার ধারণ করছে। দ্রুত কার্যকর পদক্ষেপ ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন তারা।

এসএস