ময়মনসিংহে শিক্ষার মানোন্নয়নে ‘মেধা অন্বেষণ’ প্রতিযোগিতা

মেধা অন্বেষণ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ
মেধা অন্বেষণ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ | ছবি: এখন টিভি
1

শিক্ষার্থীদের মেধা যাচাই, আগ্রহ বাড়ানো এবং মানোন্নয়নে ময়মনসিংহ সদর উপজেলার ১৮৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ১১টি ইউনিয়নের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ‘মেধা অন্বেষণ’ বিশেষ প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। আজ (সোমবার, ২২ সেপ্টেম্বর) প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শেষে নির্বাচিত শিক্ষার্থীদের জন্য পুরস্কার বিতরণী ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সদর উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ মেধা অন্বেষণ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা তাদের মেধার স্বাক্ষর রাখে।

উপজেলা পরিষদ কার্যালয়ের ব্রহ্মপুত্র হলরুমে ময়মনসিংহ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম প্রিন্সের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগের স্থানীয় সরকারের উপপরিচালক বিপিন চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার, সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হোরায়রা, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বেলায়েত হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন প্রমুখ। এতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হতে সাহায্য করবে এবং একটি সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরি করবে।

অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার এবং মেধাবৃত্তির সনদ ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা। এ সময় শিক্ষার্থীদের চোখেমুখে ছিল আনন্দের উচ্ছ্বাস। আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অভিভাবকরা বলেন, ভবিষ্যতে এ ধরনের আয়োজন নিয়মিত করতে হবে।

অনুষ্ঠানে ক্লাস্টার, ইউনিয়ন পর্যায়ে মেধা অন্বেষণ প্রতিযোগিতার পর উপজেলা পর্যায়ে ৯০ জন প্রতিযোগীর মধ্যে বিজয়ী ৩৩জন শিক্ষার্থীকে মেধাভিত্তিক পুরস্কার ক্রেস্ট ও সনদ তুলে দেয়া হয়।

এএইচ