হাসপাতালের অপরিচ্ছন্নতা, অতিরিক্ত অ্যাটেনডেন্ট, অনলাইনে আবাসিক রোগী ভর্তির ভোগান্তি সহ সকল অনিয়ম ও দুর্নীতি বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা আশ্বাস দেন জেলা প্রশাসক।
হাসপাতালের সেবা উন্নয়নের লক্ষে, হঠাৎ এ পরিদর্শনে এসে আউট সোর্সিং এ জনবল নিয়োগে অনিয়ম সহ নানা ধরনের দুর্নীতি পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথাও জানান নতুন জেলা প্রশাসক সারওয়ার আলম।
তিনি বলেন, ‘এখন থেকে মাসে একাধিকবার এ ধরনের ঝটিকা অভিযান পরিচালনা করবে জেলা প্রশাসন।’ পরিদর্শন কালে সিভিল সার্জন, সিলেট এম এ জি ওসমানী মেডিকেলের পরিচালক সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





