হাসপাতালের দালালদের ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সারওয়ার আলম

মো. সারোয়ার আলম
মো. সারোয়ার আলম | ছবি: সংগৃহীত
0

হাসপাতালের দালালদের ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সিলেটের নতুন জেলা প্রশাসক সারওয়ার আলম। আজ (সোমবার, ২২ সেপ্টেম্বর) দুপুরে সিলেট এমজি হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্তব্য করেন তিনি।

হাসপাতালের অপরিচ্ছন্নতা, অতিরিক্ত অ্যাটেনডেন্ট, অনলাইনে আবাসিক রোগী ভর্তির ভোগান্তি সহ সকল অনিয়ম ও দুর্নীতি বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা আশ্বাস দেন জেলা প্রশাসক।

হাসপাতালের সেবা উন্নয়নের লক্ষে, হঠাৎ এ পরিদর্শনে এসে আউট সোর্সিং এ জনবল নিয়োগে অনিয়ম সহ নানা ধরনের দুর্নীতি পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথাও জানান নতুন জেলা প্রশাসক সারওয়ার আলম।

তিনি বলেন, ‘এখন থেকে মাসে একাধিকবার এ ধরনের ঝটিকা অভিযান পরিচালনা করবে জেলা প্রশাসন।’ পরিদর্শন কালে সিভিল সার্জন, সিলেট এম এ জি ওসমানী মেডিকেলের পরিচালক সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এএইচ