ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে প্রায় ১০ হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)৷ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পূর্বকালাছড়া এলাকায় অভিযান চালিয়ে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে এ সব ইয়াবা ট্যাবলেট জব্দ করে। আজ (শনিবার, ২০ সেপ্টেম্বর) দুপুরে বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির বিষ্ণপুর বিওপির একটি দল পূর্বকালাছড়া এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালে ৯ হাজার ৮৬৬ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
তিনি আরও জানান, জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ২৯ লাখ ৫৯ হাজার টাকা। সীমান্তে মাদকসহ যে কোনো পণ্য চোরাচালান রোধে বিজিবি সদস্যরা সর্বদা তৎপর বলে জানান তিনি।