গতকাল (মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৪৫ মিনিটে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মো. আবুল হাসনাত খানের তত্বাবধানে ও কোতয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব কাজী বাবুল হোসেনের নেতৃত্বে এসআই (নি.) আল-আমিন হোসেন তার ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।
আরও পড়ুন:
কোতয়ালী মডেল থানাধীন ৪ নম্বর নোয়াপাড়া ইউনিয়নের বড় গোপালপুর গ্রামাস্থ ফুলতলা বাজার হতে শীর্ষ সন্ত্রাসী মো. ইমলাক হোসেন মোল্যাকে (৩০) একটি ওয়ান শুটারগান এবং ৪ রাউন্ড কার্তুজসহ গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, আটক আসামির পিসি/পিআর যাচাই করলে দেখা যায় যে, আসামির বিরুদ্ধে অস্ত্র ৫টি, খুন, দস্যুতা, ডাকাতির প্রস্তুতি, বিস্ফোরকসহ সর্বমোট ১৩টি মামলা আছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয়।





