আজ (মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর) বিকেলে ও সন্ধ্যায় কালিহাতীর বিলবর্ণী ও পৌজান বাজার থেকে চাল গুলো জব্দ করে থানায় নিয়ে যান উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আনিসুর রহমান খান।
তিনি জানান, কালোবাজারের মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির কার্ডধারীদের বরাদ্দকৃত কিনেন ব্যবসায়ীরা। পরে তারা এ গুলো বেশি দামে বিভিন্ন জেলায় বিক্রি করেন।
আরও পড়ুন:
এমন তথ্যের ভিত্তিতে বিলবর্ণী বাজারের মোহাম্মদ আলীর গুদামে অভিযান পরিচালনা করে ৯৪ বস্তা ও পৌজান বাজারের শাহাবুদ্দিনের গুদামে অভিযান ১২৬ বস্তা চাল জব্দ করা হয়।
পরে তাদের বিরুদ্ধে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে ক্রয় ও মজুদ করার অভিযোগে মামলা দায়ের করা হয়।





