সাতক্ষীরায় ইজিবাইক ছিনতাই; রিজার্ভের ফাঁদে ফেলে দিনমজুরকে হত্যা

মরদেহ দেখতে জড়ো হয়েছেন স্থানীয়রা
মরদেহ দেখতে জড়ো হয়েছেন স্থানীয়রা | ছবি: এখন টিভি
0

রিজার্ভের প্রলোভনে ফাঁদে ফেলে দিনমজুর হাসান আলীকে (৪৫) হত্যা করে তার ইজিবাইক ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আজ (শুক্রবার, ১১ জুলাই) সকালে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কোটার মোড় এলাকার এক ব্রিজের নিচে তার হাত-পা বাঁধা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।

নিহত হাসান যশোরের ঝিকরগাছা উপজেলার বেনেআলী বাজার এলাকার বাসিন্দা। পেশায় তিনি একজন ইজিবাইক চালক।

হাসানের ছেলে বাবলু জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় যশোরের গদখালি থেকে কয়েকজন ব্যক্তি রিজার্ভে তাকে নিয়ে যায়। এরপর তিনি আর ফেরেননি। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ব্রিজের নিচে পানিতে উপুড় হয়ে পড়ে আছে বাবার মরদেহ দুই হাত-পা বাঁধা, পাশে রক্তমাখা গামছা।

পরিবারের দাবি, এটি নিছক ছিনতাই নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। তারা অভিযোগ করে বলেন, একটি চক্র দরিদ্র ইজিবাইক চালকদের টার্গেট করে রিজার্ভের নাম করে ডেকে নিয়ে যানবাহন ছিনিয়ে নিয়ে খুন করছে।

কলারোয়া থানার ওসি শেখ সাইফুল ইসলাম বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে। এটি সন্দেহজনক মৃত্যু, তদন্ত চলছে। এখনো লিখিত অভিযোগ না পেলেও মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত তদন্ত করে জড়িতদের শনাক্ত ও বিচারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সেজু