ময়মনসিংহের ফুলপুরে বাস-মাহেন্দ্র সংঘর্ষে নিহত ৭

বাসে আগুন দিয়েছে উত্তেজিত জনতা

দুর্ঘটনায় পুড়ে যাওয়া বাস দুমড়ে যাওয়া মাহেন্দ্র
দুর্ঘটনায় পুড়ে যাওয়া বাস দুমড়ে যাওয়া মাহেন্দ্র | ছবি: এখন টিভি
0

ময়মনসিংহের ফুলপুরে বাস ও মাহেন্দ্রের সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরো ২ জন। হতাহতদের সবাই মাহেন্দ্রের যাত্রী। আজ (শুক্রবার, ২০ জুন) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ জনতা বাসে আগুন দেয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাত ৯ টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের ফুলপুর পৌরসভার ইন্দিরাপাড় এলাকায় হালুয়াঘাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী বাংলা পরিবহনের একটি বাসের সাথে হালুয়াঘাটগামী একটি যাত্রীবাহী মাহেন্দ্রের সংঘর্ষ হয়।

সংঘর্ষে মাহেন্দ্রটি সড়কের পাশের বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে নীচে পড়ে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাহেন্দ্রের ৫ যাত্রী নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে। আহতদের মধ্যে ২জনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে আরো দুইজনের মৃত্যু হয়।

এ দিকে দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা শ্যামলী বাংলা পরিবহনের বাসটি ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়। এসময় প্রায় এক ঘণ্টা ফুলপুর-হালুয়াঘাট সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এএইচ