ডা. তুহিন জানান, কিডনিজনিত রোগে আক্রান্ত হওয়ায় গত ৫ জুন শেখ আমিরকে সার্জারি বিভাগে ভর্তি করা হয়। পরে করোনার উপসর্গ দেখা দিলে তার করোনা পরীক্ষা করা হয় এবং পজিটিভ শনাক্ত হলে ১৬ জুন বিকেল ৩টার দিকে আইসিইউতে স্থানান্তর করা হয়। দীর্ঘ চিকিৎসার পর আজ সকালে তিনি মারা যান।
তবে হাসপাতালে আইসিইউতে সন্দেহজনক আরও তিনজন রোগী রয়েছেন, যাদের করোনা পরীক্ষার নমুনা পাঠানো হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা চলছে।