সিলেট বিভাগের বিভিন্ন সীমান্তে ৭০ জনকে পুশ ইন বিএসএফের

সীমান্তে কাঁটাতারের বেড়া
সীমান্তে কাঁটাতারের বেড়া | ছবি: সংগৃহীত
0

আবারো সিলেট বিভাগের বিভিন্ন সীমান্ত দিয়ে ৭০ জনকে পুশ ইন করিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ (বৃহস্পতিবার, ১১ জুন) ভোর রাতে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত দিয়ে এই পুশ ইনের ঘটনা ঘটে।

বিজিবি জানায়, জৈন্তাপুর উপজেলার মোকামপুঞ্জি সীমান্ত এলাকা দিয়ে রাত ৩টার দিকে ৯ শিশু ও ৪ নারীসহ ১৭ জন পুশ ইন করে। এসময় তাদের আটক করে বিজিবি।

এ ছাড়া একই উপজেলার মিনাটিলা সীমান্ত এলাকা দিয়ে পুশ ইনের সময় ১৪ জন নারী ও শিশুসহ আরো ২৩ জনকে আটক করে বিজিবি ৪৮ ব্যাটেলিয়ন।

আটককৃত সবাই লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি।

এ ছাড়া সিলেটের কালাইরাগ সীমান্ত দিয়ে ১৩ জন ও সুনামগঞ্জের নোয়াকুট বিওপি সীমান্ত দিয়ে ১৭ জনের পুশ ইনের ঘটনা ঘটেছে।

সেজু