নিহতরা হলেন— তারাবো সুলতানবাগ এলাকার মৃত আবুল হাসান আসিফের ছেলে শাহরিয়ার হাসান আকাশ (২৯) ও অটোরিকশাচালক অজ্ঞাত (৩৫)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সোমবার রাতে তারাবো বিশ্বরোড এলাকা থেকে অটোরিকশাযোগে তারাবো সুলতানবাগ এলাকার বাড়িতে ফিরছিলেন আকাশ, তার বন্ধু সায়মন (২৯) ও তামিম সরকার (২৯)। পথে সাইফিং ফ্যাক্টরির সামনে একটি মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।
এসময় ঘটনাস্থলেই নিহত হয় অটোরিকশাচালক এবং আহত হয় অটোরিকশার যাত্রী আকাশ, সায়মন ও তামিম সরকার। তাদের মধ্যে শাহরিয়ার হাসান আকাশ ও তার বন্ধু তামিম সরকারকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা আকাশকে মৃত ঘোষণা করেন।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী বলেন, ‘দুর্ঘটনার পর মাইক্রোবাসের চালক মাইক্রোবাসটি নিয়ে পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।’





