স্বাস্থ্য অধিদপ্তর থেকে নির্দেশনা আসার পর আজ (মঙ্গলবার, ১০ জুন) সকাল থেকে ইমিগ্রেশন চেকপোস্টে কাজ শুরু করে মেডিকেল টিমটি। সেই সাথে মাস্ক পরিধান ছাড়া ইমিগ্রেশন এলাকায় প্রবেশ করতে দিচ্ছে না ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের এএসআই আবু তালেব বলেন, ‘যাত্রীদের স্বাস্থ্যবিধি মানতে উৎসাহিত করা হচ্ছে। মাস্ক ছাড়া কাউকে চেকপোস্টে ঢুকতে দেওয়া হচ্ছে না। যদিও অনেক যাত্রী স্বাস্থ্যবিধি মানছেন, কিছু যাত্রীকে উদাসীন দেখা গেছে। তবে অধিকাংশ যাত্রীই এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।’
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার হুমায়ুন কবির বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তর থেকে নির্দেশনা পাবার পর হিলি ইমিগ্রেশন চেকপোস্টে একটি মেডিকেল টিম বসানো হয়েছে। সন্দেহভাজন পাসপোর্ট যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। এছাড়াও মাস্ক পরিধানে সবাইকে সচেতন করা হচ্ছে।’