নারায়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজির হোসেন জানান, ‘সাত রশিয়া’ ভারতের সীমান্তবর্তী এলাকা হওয়ায় গ্রামের বাসিন্দারা প্রায়ই জিরো লাইনের কাছাকাছি গিয়ে গরু ও ছাগল চরান। এসময় কয়েকটি ছাগল সীমান্তের নিকটবর্তী এলাকায় চলে গেলে বিএসএফ সদস্যরা এটি ধরতে গিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এতে স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে শ্রী গনেশ নামের ওই বিএসএফ সদস্যকে আটক করেন এবং পরে বিজিবির হাতে সোপর্দ করেন।
এসময় তার সঙ্গে থাকা আরো একজন বিএসএফ সদস্য পালিয়ে যান বলে জানান চেয়ারম্যান।
এ বিষয়ে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ ৫৩-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মনির-উজ-জামানকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
বিজিবি ও বিএসএফের মধ্যে এ বিষয়ে পতাকা বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।





