জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. ইসরাইল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের সুবিধার জন্য সহায়ক উপকরণ বিতরণ করেন।
বিতরণকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমদ, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা চন্দন কুমার পাল, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বিনামূল্যে বিভিন্ন ধরণের থেরাপি সেবা এবং সহায়ক উপকরণ হুইল চেয়ার, ট্রাই-সাইকেল, হিয়ারিং এইড, স্মার্ট সাদাছড়ি, কর্নার চেয়ার ইত্যাদি ১৪৩ জন প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিতরণ হয়েছে।





