নারায়ণগঞ্জে ডিএনডি লেক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

লেকে ভাসমান অজ্ঞাত নারীর মরদেহ
লেকে ভাসমান অজ্ঞাত নারীর মরদেহ | ছবি: এখন টিভি
0

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেক থেকে মধ্যবয়স্ক অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (রোববার, ২৫ মে) বেলা সাড়ে ১১টায় লাশটি উদ্ধার করা হয়। এর আগে সকাল ১০টায় স্থানীয়রা মরদেহ লেকে ভাসতে দেখে পুলিশে খবর দেয়।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, সকাল আনুমানিক ১০টায় সিদ্ধিরগঞ্জের নাসিক ৩নং ওয়ার্ডের কিসমত মার্কেট সংলগ্ন ডিএনডি লেকে অজ্ঞাত এক নারীর মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

পরে আমরা এখানে এসে মরদেহটি উদ্ধার করি। অজ্ঞাত নারীর পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে খবর দেয়া হয়। পরে তারা ঘটনাস্থলে আসলেও মরদেহে পচন ধরায় আঙ্গুলের ছাপ নেয়া সম্ভব হয়নি।

ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন থাকার বিষয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

এএইচ