ফেনীর দুই সীমান্ত দিয়ে ২৪ জনকে ‘পুশ ইন’ করেছে বিএসএফ

ভারতীয় সীমান্ত দিয়ে ২৪ জনকে পুশইন করেছে  বিএসএফ
ভারতীয় সীমান্ত দিয়ে ২৪ জনকে পুশইন করেছে বিএসএফ | ছবি: সংগৃহীত
0

ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার ভারতীয় সীমান্ত দিয়ে ২৪ জনকে ‘পুশ ইন’ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ (বৃহস্পতিবার, ২২ মে) ভোরবেলা সীমান্ত দিয়ে পুশ ইন করার সময় তাদের আটক করেন স্থানীয় বাসিন্দারা।

ছাগলনাইয়া সীমান্ত ও ফুলগাজী বিওপি ক্যাম্পের আওতাধীন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক বাংলাদেশিরা কুড়িগ্রাম জেলার নাগরিক বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে বিজিবি। তাদের ছাগলনাইয়া ও ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়েছে।

ফেনী-৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররাফ হোসেন জানান, বৃহস্পতিবার ভোর রাতে বিএসএফ কর্তৃক ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় তাদের আটক করা হয়েছে। নিয়ম অনুযায়ী তাদের থানায় সোপর্দ করা হয়েছে।

আটক ব্যক্তিদের ভারতের গুজরাট ও হরিয়ানা থেকে বিমানযোগে আগরতলা সীমান্তে আনা হয়। এই দলে ছিলেন ১৪০ জন। এর মধ্যে ২৪ জনকে ফেনীর দুই সীমান্তে পুশ ইন করা হয়।

আটকদের সঙ্গে কথা বলে জানা যায়, ১৫ বছরের বেশি সময় ভারতের বিভিন্ন রাজ্যে বসবাস করে আসছিলো তারা। তাদের মধ্যে ১০ জন মুসলমান, বাকিরা সনাতন ধর্মাবলম্বী।

ইএ