ডাকঘর দখল করে স্বেচ্ছাসেবক-যুবদলের অফিস, সিটি করপোরেশনের উচ্ছেদ

স্বেচ্ছাসেবক-যুবদলের অফিসে উচ্ছেদ অভিযান
স্বেচ্ছাসেবক-যুবদলের অফিসে উচ্ছেদ অভিযান | ছবি: এখন টিভি
0

গাজীপুরে চান্দনা ডাকঘর দখল করে গড়ে উঠা স্বেচ্ছাসেবক ও যুবদলের কার্যালয়ে উচ্ছেদ অভিযান চালিয়েছে গাজীপুর সিটি করপোরেশন। আজ (মঙ্গলবার, ১৩ মে) বিকেলে বাসন থানা পুলিশের সহায়তায় এ যৌথ অভিযান চালানো হয়।

অভিযানের নেতৃত্ব দেন গাজীপুর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার। এ সময় ব্যানার ছিঁড়ে ফেলার পাশাপাশি রঙ করা নামফলক মুছে ভবনটিতে আঞ্চলিক টিকাদান চালুর সিদ্ধান্ত নেয়া হয়।

সিটি করপোরেশন কর্মকর্তারা জানান, কোনোরকম অনুমতি ছাড়াই রাতের আধারে সরকারি জায়গা দখল করে অফিস বানানো হয়। বিষয়টি নজরে আসলে তাৎক্ষণিকভাবে উচ্ছেদের সিদ্ধান্ত নেয়া হয়।

অভিযান চালানোর সময় বিএনপির কোনো নেতাকর্মীকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তবে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

গাজীপুর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার বলেন, ‘আমরা খবর পেয়েই এখানে এসেছি এবং সত্যতা পেয়েছি। যেহেতু এটি সিটি করপোরেশনের জায়গা এবং এই অফিস করতে কেউ আমাদের কাছ থেকে অনুমতি নেয়নি তাই উচ্ছেদ করেছি। এখন থেকে এখানে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। পরবর্তীতে কেউ যেন ফের দখল করতে না পারে সেজন্য নিয়মিত নজরদারি করা হবে এবং আইনগত পদক্ষেপ নেয়া হবে।’

এ বিষয়ে গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওগত হোসেন বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমরা অবগত নই। সরকারি জায়গা দখল করে অফিস নির্মাণ আমরা সাপোর্ট করি না। যে বা যারা এ কাজটি করেছে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

এএইচ