এর মধ্যে জেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৯টার দিকে আই লাভ কুড়িগ্রাম চত্বর থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সিএণ্ডবি মোড় হয়ে শাপলা চত্বর ঘুরে কলেজ মোড় হয়ে আবার সেখানে ফিরে এসে শেষ হয়। এরপর একই স্থানে শুরু হয় সঙ্গীতানুষ্ঠান।
এছাড়া কুড়ি ইকো পার্কে পুতুল নাচ এবং দুপুর থেকে বিসিকের উদ্যোগ স্বাধীনতার বিজয় স্তম্ভ চত্বরে দিনব্যাপী লোকজ মেলা শুরু হয়েছে।