প্রথমে জেলার আলফাত স্কয়ার পয়েন্টে জড়ো হন সর্বস্তরের মানুষ, ইমাম মোয়াজ্জিন পরিষদ ও শিক্ষার্থীরা। পরে সেখানে সবাই একত্রিত হয়ে সমাবেশের মাধ্যমে ফিলিস্তিনি গণহত্যা বন্ধের দাবিতে নানা স্লোগান দেওয়ার পাশাপাশি বিক্ষোভকারীরা সেখানে ইসরাইলের পণ্য নষ্ট করেন।
সমাবেশে থাকা সর্বস্তরের মানুষ দাবি তুলেন, বাংলাদেশের সরকার আইন পাশের মাধ্যমে যাতে খুনি ইসরাইলের সকল পণ্য বয়কট করে। পাশাপাশি জেলা পর্যায়ের সকল সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও জেলার সকল ব্যবসায়ীরা যাতে এ দেশের পণ্য ব্যবহার না করে সমাবেশে বক্তারা সেই অনুরোধ জানান।
সভায় বক্তব্য রাখেন, মাওলানা আব্দুল রকিব, মাওলানা আনোয়ার হোসাইন, স্থানীয় বাসিন্দা আমিনুল ইসলামসহ অন্যান্যরা।
এছাড়াও, জগন্নাথপুর, শান্তিগঞ্জ, দোয়ারাবাজারে ফিলিস্তিনের হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।





