নেত্রকোণায় মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ

নেত্রকোণায় মাইকিং করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ | এখন
0

পুর্ব শত্রুতার জেরে এবার ঈদের ছুটিতে নেত্রকোণার কেন্দুয়ায় দুই গ্রামবাসীর মধ্যে দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ৩০ জনের মতো আহত হয়েছে। সংঘর্ষের ধারাবাহিকতায় গ্রামের ৬ টি ঘর পুরিয়ে দিয়ে গরু লুট করে নেয়।

আজ (বুধবার, ২ এপ্রিল) সকালে উপজেলার বলাইশিমুল ইউনিয়নের বলাইশিমুল গ্রাম ও ছবিলা গ্রামের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, ঈদের দিন দুই গ্রামের ছেলেরা ঘুরতে গিয়ে পুর্ব শত্রুতার জেরে ছবিলা গ্রামের এজাহারের মাথা ফাটিয়ে দেয় বলাইশিমুল গ্রামের তাহাজ্জুত ও পারভেজ।

এ ঘটনায় ঈদের পরদিন মীমাংসা করতে বলাইশিমুল গ্রামের লোকজন নিয়ে বিরোধকারীরা ছবিলা গ্রামে যায়। পরে মীমাংসায় তাহাজ্জুত পারভেজরা উত্তেজিত হলে পারভেজকে মারধোর করে।

এরই জেরে আজ বুধবার এলাকায় মাইকিং করে ছবিলা গ্রামে হামলার কথায় দুই গ্রামের মানুষ দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

এসময় বলাইশিমুল গ্রামের মানুষ ছবিলা গ্রামের কয়েকটি বাড়িঘরে হামলা চালায় আগুন ধরিয়ে দেয়। এক বাড়ির ৫ টি গরুও নিয়ে যায়। এদিকে খবর পেয়ে কেন্দুয়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান সংঘর্ষের ঘটনা স্বীকার করে বলেন, 'ইট পাটকেলে কয়েকজন আহত হয়েছে। তবে নিয়ন্ত্রণে চলে এসেছে সংঘর্ষ। কিন্তু কি ঘটনায় তা এখনো সঠিক বলা যাচ্ছে না।'

অন্যদিকে খালিয়াজুরী উপজেলার পাঁচহাট গ্রামে গ্রামীণ রাস্তায় মাঠে ফেলাকে কেন্দ্র করে সোনা মিয়া গ্রুপ ও শরিফ গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

গতকাল মঙ্গলবার থেকে বুধবার দুপুর পর্যন্ত গ্রামের বিভিন্ন অংশের দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই গ্রুপের লোকজন। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছে বলেও স্থানীয় সূত্রে জানা গেছে। তবে পরিস্থিতি এখনো থমথমে।

সেজু