পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে রঘুনাথপুর গ্রামে ধান শুকানোর জায়গা দখলকে কেন্দ্র করে শাহ আলম মিয়া ও জাকির মিয়ার মধ্যে তর্ক বির্তক শুরু হওয়ার এক পর্যায়ের দু'পক্ষের লোকজন দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহতরা সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকরাম আলী বলেন, 'ধান শুকানোর জায়গা দখল নিয়ে দু'পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এমনকি গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।'





